ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লুটতরাজের মামলায় জামিন পেলেন আমিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
লুটতরাজের মামলায় জামিন পেলেন আমিনী

ঢাকা: রাজধানীর আবুল হাসনাত রোডের একটি বাড়ি দখল করে লুটতরাজের মামলায় জামিন পেয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুল হক আমিনীসহ সাতজন।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে আত্মসমর্পণ করে আমিনীসহ আসামিরা জামিন চাইলে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।



জামিন পাওয়া অন্য আসামিরা হলেন আলী হোসেন, খালেদ মোশারফ, শফিকুর রহমান, হেদায়েত উল্লাহ, মুফতি তৈয়ব ও আবুল খায়ের।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৩ সালের ৯ জুন জামিন পাওয়া আসামিসহ আরও ২৫ আসামি বাদীর বাড়িটি দখল করে লুটতরাজ চালায়-এ অভিযোগে ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি মৌলভী রশিদ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত করে ওই বছর ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।