ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহাজোটে কোনো টানাপড়েন নেই: শিরীন আক্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মহাজোটে কোনো টানাপড়েন নেই: শিরীন আক্তার সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিরীন আক্তার

মাদারীপুর: ১৪ দলের (জাসদ) সমন্বয়ক শিরীন আক্তার এমপি বলেছেন, মহাজোটে কোনো টানাপড়েন নেই।

রোববার (১২ নভেম্বর) দুপুরে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও জামায়াত-শিবিরের চক্রান্ত রুখতে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ১৪ দল একাত্ম হয়ে কাজ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনীর চৌধুরীসহ রাজনৈতিক নেতারা।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলার দত্তপাড়ায় চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

পরে দুপুর আড়াইটার দিকে তিনি শিবচর-পাচ্চর আঞ্চলিক সড়কের ময়নাকাটা নদীর তীরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটি) ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।