ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বদরগঞ্জে ছাত্রদলের সমাবেশ পণ্ড, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বদরগঞ্জে ছাত্রদলের সমাবেশ পণ্ড, আহত ৪ বদরগঞ্জে ছাত্রদলের সমাবেশ পণ্ড, আহত ৪, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে কর্মী সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় চার কর্মী আহত হয়েছেন।

রোববার (১২ নভেম্বর) বিকেলে পৌর শহরের আল মদিনা কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রদলের পূর্বঘোষিত সময় অনুযায়ী কর্মী সমাবেশ শুরু হয়।

এ সময় ছাত্রদলের বিপ্লব গ্রুপ ও মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের বিপ্লব গ্রুপের চার কর্মী আহত হয়।

আহতরা হলেন- সোহেল, শান্ত, বেলাল ও বিমল।

আহত বেলাল বাংলানিউজকে জানান, কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ আমাদের ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় চারজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহান, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সেক্রেটারি শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল বলেন, 'দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী অভ্যন্তরীণ কোন্দলের কথাটি স্বীকার করে বলেন, ' অনেক লোকের মাঝে কে কোন গ্রুপের এ হামলা চালিয়েছে তা বোঝা যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, দু’গ্রুপের উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ বাধা দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।