ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাকেই নির্বাচিত করতে হবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাকেই নির্বাচিত করতে হবে ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

নবাবগঞ্জ: বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার হয়েই কাজ করতে হবে এবং তাকেই নির্বাচিত করতে হবে।

রোববার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর শহীদ মিনার চত্বরে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খান, সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম।

 
এ সময় বক্তব্য রাখেন- বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহিলা লীগের সাধারণ হালিমা আক্তার লাবন্য, সম্পাদিকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু প্রমুখ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।