ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনে অন্য বাহিনীকে সহায়তা করবে সেনাবাহিনী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
‘নির্বাচনে অন্য বাহিনীকে সহায়তা করবে সেনাবাহিনী’ বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ (ফাইল ফটো)

ঢাকা: বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী অন্যান্য বাহিনীকে সহায়তা করবে।  তারা বিচারিক ক্ষমতা কেন পাবে?

ওই নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির বিষয়ে সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
রোববার (১২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)  ব্যবহার না করার দাবি জানান খালেদা।


 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে আমাদের দল নির্বাচন কমিশনে (ইসি) অবস্থান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে ভোটে ইভিএম ব্যবহার করবে, না চাইলে নেই। এটি ইসির সিদ্ধান্তের বিষয়’।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছিল। এতে বিএনপি লাভবান হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন ভোটের সময় ছিলেন বাগানে।

তিনি প্রশ্ন করেন, সেনাবাহিনী ভোটের সময় সিভিলদের সহায়তা করবে। তাদের কেন বিচারিক ক্ষমতা দিতে হবে?
 
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দলটির কোনো লাভ হয়নি।

‘বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না’- বিএনপির চেয়ারপারসনের এমন বক্তব্যকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।