ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘রাজনীতিতে পরিবর্তনের কথা ভূতের মুখে রাম নামের শামিল'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
‘রাজনীতিতে পরিবর্তনের কথা ভূতের মুখে রাম নামের শামিল' ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

ঢাকা: এই দেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে, যারা অসাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে, জঙ্গিবাদের সূচনা করেছে তারা যদি রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চায়, এটা ভূতের মুখে রাম নামের শামিল। বিএনপির বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। 

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি' উপলক্ষে সাংবাদিকদের আনন্দ সম্মিলনীতে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজরাই নীতি কথা বলে এমন মন্তব্য করে কাদের বলেন, আমাদের দেশে তারাই নীতি কথা বলে যারা বেশি দুর্নীতিবাজ।

তারা রাজনীতির গুণগত মানের কথা বলে। তাদের মুখে এসব কথা মানায় না।  

১৮ নভেম্বরের নাগরিক সম্মেলন কোনো পাল্টা কর্মসূচি নয় জানিয়ে ওবাদুল কাদের বলেন, এই সম্মেলন রাজনৈতিক কোনো কর্মসূচিও না। এটা সর্বসাধারণের সম্মেলন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর সম্মেলন। ইউনেস্কো যে ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে, সেটার আনন্দে এই সম্মেলন।

বিএফইউজে'র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।