ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ট্রাম্পের ঘোষণা মানবজাতিকে বিভক্ত করবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ট্রাম্পের ঘোষণা মানবজাতিকে বিভক্ত করবে বিক্ষোভ সমাবেশ-ছবি-কাশেম হারুন

ঢাকা: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মানবজাতিকে বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগরের সভাপতি শাহেদুল আলম চৌধুরী।

শুক্রবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা।

সমাবেশে শাহেদুল আলম চৌধুরী বলেন, এই ঘোষণায় শান্তিময় পৃথিবীতে আরও অশান্তি নেমে আসবে।

 

এ সময় আরও বক্তব্য দেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মোজাফফর আহমদ, সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দীন, হাবীবুর রহমান প্রমুখ।

স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে হোয়াইট হাউসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প।  

ইসরায়েল ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানালেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন।  

এরইমধ্যে তার এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে ফিলিস্তিনিরা। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।