ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা হেফাজতের বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজতের বিক্ষোভ সমাবেশ/

ঢাকা: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসেন কাশেমী এ ঘোষণা দেন।

জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটের সীমানার ভেতরে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

এ সময় দলের নেতারা মুসলমানদের পবিত্র শহর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদ করেন। বুধবারের কর্মসূচি সফল করে আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবাইকে আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করে বায়তুল মোকাররমের উত্তর গেইটের সামনের রাস্তা প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।