ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্বিত্ব বিলীন হয়ে যাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্বিত্ব বিলীন হয়ে যাবে

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই ভুল তারা আবার করবে কিনা সেটা বিএনপির ব্যাপার। 

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথায় এখন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে।

বিএনপি কখনও বলছে নির্বাচনে আসবে, কখনও বলছে আসবেনা। তাদের যদি রাজনীতি করতে হয়, গণতন্ত্র বিশ্বাস করে নির্বাচনে আসতে হবে। এর বাইরে বিকল্প পথ তাদের সামনে নেই।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।