ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেফতারে নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেফতারে নিন্দা

নারায়ণগঞ্জ: স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে একবার্তায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদল নেতা শাহ আলম, এসএম শৈবাল হোসেন, আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন দেওয়ান নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ বার্তায় নেতারা বলেন, এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে যদি বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরানো যাবে না।

কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা না থাকার পরও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতার করে সরকার নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে।

নেতারা অবিলম্বে জুয়েলসহ গ্রেফতার ৯ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এবং সব রাজবন্দিদের মুক্তি দাবি করেন প্রতিবাদ বার্তায়।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।