ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে ছাত্রলীগের ২ কর্মী হত্যার ঘটনায় আটক আরো ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
মৌলভীবাজারে ছাত্রলীগের ২ কর্মী হত্যার ঘটনায় আটক আরো ২

মৌলভীবাজার: মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামের আনকার মিয়ার ছেলে আল জামিল (১৮) ও জেলার কুলাউড়া উপজেলার পাবই এলাকার কৌশিক দাসের ছেলে কনক দাস (১৮)।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার শেরপুর থেকে আল জামিল ও কুলাউড়া থেকে কনক দাসকে আটক করা হয়।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে শহরের বেরীরচর এলাকা থেকে তাকে রুবেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রবাসের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহি (১৮) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।