ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দমননীতি নয়, সমস্যা সমাধানের কথা ভাবুন: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
দমননীতি নয়, সমস্যা সমাধানের কথা ভাবুন: খালেদা

ঢাকা: দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধানের কথা চিন্তা না করে সরকার বিরোধী দলের উপর দমননীতি চালাচ্ছে বলে আবারো অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, ‘এই সরকার দেশকে কারাগারে পরিণত করছে। বিদ্যুৎ, পানি সঙ্কটসহ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা সমাধানের দিকে না তাকিয়ে এই সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দমন করা। ’

এসব অন্যায়-অবিচারের সমুচিত জবাব দিতে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামারও আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ‘সরকার মুখে বলছে দলের লোক অপরাধ করলেও ছাড় দেয়া হবে না। অথচ সরকারি দলের এমপি মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ’

অন্যায় করলে নিজের দলের লোকদেরও রেহাই দেওয়া হবে না- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে লোক দেখানো বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা সিটি করপোরেশনের মেয়র দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।