ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা: ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুর ২টার দিকে মিরপুরের ১০ নং সেকশনের ৯ নং রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।



মিরপুর মডেল থানার অপারেশন অফিসার আবু বকর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ খবর নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পরে মিরপুর থানা থেকে রফিকুল ইসলামকে গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হয় বলে জানান আবু বকর।

এর আগে গতকাল মঙ্গলবার ছয়টি পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানকে জামিন দেন আদালত।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২০ও ৩০ জুন এবং ০৩ জুলাই পল্টন থানায়, গার্মেন্টস শ্রমিকদের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাফরুল থানায় এবং  ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা করা হয়।

বাংলাদেশ সময় ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।