ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা ফারুক হত্যায় জড়িতদের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আ’লীগ নেতা ফারুক হত্যায় জড়িতদের বিচার দাবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যায় জড়িত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার তিনভাইসহ সব আসামির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ফারুক আহমেদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

মিছিল শেষে শহীদ মিনারে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে ফারুক হত্যা মামলার সব আসামির দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা মনির সিকদার প্রমুখ।

এর আগে, ফারুক আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে ফারুক আহমেদের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।