ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে কোনো কাঁচা রাস্তা থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বাগেরহাটে কোনো কাঁচা রাস্তা থাকবে না শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ হেলাল

বাগেরহাট: বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন আগামী ৫ বছরে বাগেরহাটে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সব রাস্তা পিচ ঢালাই করা হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় পৌর অডিটোরিয়‍ামে বাগেরহাট পৌরসভা কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বোন, আমাদের শরীরে বঙ্গবন্ধুর রক্ত।

আমরা চাই সারাজীবন মেহনতি মানুষের পাশে থেকে সেবা করে যেতে। এসময় জনগণের সেবা করতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন-কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান শামীম, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল হক ছানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদ প্রমুখ।

পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, প্রধানন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে আরও ৩ হাজার কম্বল দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।