তিনি বলেন, জাতির পিতার কন্যা ক্ষমতায় আছেন বলেই দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর সমাজ সেবা অধিদপ্তরের অডিটোরিয়ামে সাঘাটা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়নের কথা ঘোষণা করেছে। তবে ২০১৮ সালের জুনের মধ্যেই আমার নির্বাচনী এলাকা সাঘাটার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। এরই মধ্যে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৮৩ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
নিজ নির্বাচনী এলাকায় সাঘাটা-ফুলছড়ির নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন জানিয়ে সাঘাটাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে নয়, আপনাদের এলাকার সন্তান হয়ে বেঁচে থাকতে চাই।
সাঘাটা সমিতিকে অরাজনৈতিক সংগঠন হিসেবেই থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, এ সমিতিতে কেউ রাজনীতি ঢুকাতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সাঘাটা সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, গাইবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়ালিউর রহমান রেজা, ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আল মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএম/এসআই