ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জনগণের আস্থা রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জনগণের আস্থা রয়েছে পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বাংলাদেশের জনগণের  আস্থা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে যে তারা আর খালেদা জিয়ার মতো দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না। 

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সাত দিনব্যাপী পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ আরো বলেন, বর্তমান বিশ্বের দুর্নীতিবাজ সাবেক রাষ্ট্র প্রধানদের মধ্যে খালেদা জিয়া একজন।

এ রকম দুর্নীতিবাজ সাবেক ব্যর্থ প্রধানমন্ত্রীর ওপর জাতি আস্থা রাখবে- সেটা ভাবা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মানুষকে এতো বোকা ভাবার সুযোগ নেই। কল্পনার মধ্যেই তাদের সুখ নিয়ে থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।