ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
তত্ত্বাবধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ব্রাহ্মণবাড়িয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাইকোর্টের দেওয়া রায়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে। কোনোদিন আরে ফিরে আসবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাইরে কোনো কিছু হবে না।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে নবনির্মিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সহায়ক সরকার বলতে দুনিয়াতে কোনো কিছু নেই।

শেখ হাসিনার অধীনে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়া ও তার দল সেই নির্বাচনে আসবেই। অন্যথায় বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।