জামিন আদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।
এর আগে ২৩ জানুয়ারি (মঙ্গলবার) তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বাংলানিউজকে বিষয়াটি নিশ্চিত করে বলেছিলেন, তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। একটি বিশেষ ট্রাইব্যুনালের মামলা ও আরেকটি জিআর মামলা। এর মধ্যে সদর থানার একটি মামলায় ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এসএইচ