ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচনেও যাবে রাজনীতির চিত্রও বদলে যাবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বিএনপি নির্বাচনেও যাবে রাজনীতির চিত্রও বদলে যাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অবশ্যই যাবে। ভোটের অধিকার আদায়ে বিএনপি রাস্তায় নামবে এবং সারাদেশের মানুষ যখন রাস্তায় নামবে তখন দেশের রাজনৈতিক চিত্রও পাল্টে যাবে।

তিনি বলেন, আমরা নির্বাচন এবং আন্দোলন দু’টোর জন্যই প্রস্তুত। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একদলীয় কোনো নির্বাচন এ দেশে আর হবে না।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদ বলেন, বাংলার মানুষ একবার গণতন্ত্রের জন্য মাঠে নামলে বুঝবেন তখন কার শক্তি কতোটুকু। নির্বাচন আসুক, তখন সেটা প্রমাণ হবে। আমরা জানি এ সরকার কোনো সমঝোতায় আসতে চাইবে না। তবুও আমরা চাইবো আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সরকার একদলীয় নির্বাচন করার জন্য নানা কৌশল করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের ব্যস্ত রাখা।

এসময় অভিযোগ করে তিনি বলেন, এলাকায় গেলেও ইউনিয়ন, ওয়ার্ড এবং ঘরোয়া বৈঠকও করতে পারি না। এটা কি ধরনের গণতন্ত্র, কি ধরনের রাজনীতি।

আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মওদুদ আহমদের সহধর্মিনী হাসনা জসিম উদ্দিন মওদুদ।

এসময় উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।