ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে ২৩ জানুয়ারি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ক্লাব হয়ে রমনা পার্কের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী মিছিলে নেতৃত্ব দেন।

সমাবেশে আল মেহেদী তালুকদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও নারী শিক্ষার্থীর বস্ত্রহরণের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের গড়ে তুলবে।  

আবুল বাসার সিদ্দিকী বলেন, সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো অন্যায় করে তার শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দায়িত্ব পালনে ব্যর্থ। যে প্রশাসন নিজের দায়িত্ব ছাত্রলীগের হাতে ছেড়ে দেয় সে প্রশাসন সাধারণ শিক্ষার্থীর প্রশাসন নয়, তারা আওয়ামী লীগ সরকারের শিক্ষাগ্রাসী এজেন্ডা বাস্তবায়নে নিযুক্ত।  

দায়িত্বে অবহেলার কারণে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তিনি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, তানজীল হাসান, রাশেদ ইকবাল খান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জহিরুল ইসলাম পাটোয়ারী দিপু, নাঈম হোসাইন, দফতর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।