ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পবায় নাশকতার অভিযোগে ৬ শিবিরকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
পবায় নাশকতার অভিযোগে ৬ শিবিরকর্মী আটক

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা থেকে নাশকতার অভিযোগে ছাত্রশিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বায়া এলাকার শাহাদাত হোসেন (৩০), বসন্তপুর গ্রামের খালেদ হাসান (২৮), শ্রীপুর গ্রামের মারুফ মোর্তজা (২৫), বড়গাছি গ্রামের মো. আবদুল্লাহ (২২), মাধবপুর গ্রামের মামুন আলী (২৭) ও মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামের সবুজ আহমেদ (২৫)।

 

রাজশাহীর পবা থানার পুলিশ পরিদর্শক হাসমত আলী বাংলানিউজকে বলেন, বিকেলে বেশকিছু জামায়াত-বিএনপি ও শিবিরকর্মী উপজেলার নওহাটা প্রাথমিক বিদ্যালয়ে সভা করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ জনকে আটক করা হয়েছে।  অন্যরা প্রাচীর টপকে পালিয়ে যান।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে তারা নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন।  

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ওই মামলায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ পরিদর্শক হাসমত।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।