ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করছেন: লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করছেন: লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মেয়র লিটন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরামহীনভাবে দেশের উন্নয়ন কাজ করছেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। তার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (০২ আগস্ট) রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসাসহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে রাজশাহীর নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু না জন্ম নিলে বাংলাদেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধু মানুষকে একত্রিত না করলে মুক্তিযুদ্ধ হতো না, আমাদের পরাধীন থাকতে হতো।



লিটন আরো বলেন, নতুন প্রজন্মের পুরাতনদের মধ্যেও পরিবর্তন এসেছে। তারা বঙ্গবন্ধু ও শহীদ এএইচএম কামারুজ্জামান হেনাসহ জাতীর চার নেতাকে স্মরণ করছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদেশের মানুষ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে মনে করবে, করতেই হবে বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগের কথা।  

দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়রপত্মী শাহীন আকতার রেনী, সহ-সভাপতি নওশের আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

দোয়া অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

এর আগে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।