ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর রক্ষাকবচ খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
প্রধানমন্ত্রীর রক্ষাকবচ খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, অাপনি যেভাবে ক্ষমতা দখল করেন না কেন, অাপনার রক্ষাকবচ কিন্তু (বিএনপি প্রধান) খালেদা জিয়াই। রক্ষা পেতে চাইলে ‘দেশনেত্রী’ খালেদা জিয়াকে মুক্তি দিন, তা না হলে অাপনারাও রক্ষা পাবেন না। 

রোববার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অায়োজিত অালোচনা সভা ও জিয়া স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে দুদু এ কথা বলেন।  

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, অামাদের নেত্রী মাফ করে দিয়েছেন শেখ হাসিনাকে।

কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী বলেন, তিনি আবার মাফ করার কে? জেনে রাখেন, খালেদা জিয়াই অাপনার রক্ষাকবচ।  

সরকারের বিরুদ্ধে সীমাহীন লুটপাটের অভিযোগ তুলে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অাওয়ামী লীগ লুটেরাদের দল। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি লুটপাট করেছে। কিন্তু এসবের কোনো বিচার নেই। লজ্জাহীন সরকারের কোনো লজ্জা নেই। মিথ্যা একটি মামলায় ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। তাকে মুক্তি দিন, তা না হলে রাজপথেই ফয়সালা হবে।  

বিএনপি নির্বাচনে যেতে চায় জানিয়ে দলের এই নেতা বলেন, শেখ হাসিনার অধীনে একটি ভালো নির্বাচন কোনো পাগলেও সেটা বিশ্বাস করে না। বিএনপির সাত দফা মেনে নিন, তা না হলে রাজপথ দখলই হবে একমাত্র উপায়। সব দফার প্রথম দফা হচ্ছে অামাদের নেত্রীকে প্রথমেই মুক্তি দিতে হবে।  

জিসাসের সভাপতি অাবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালাল, মহিলা দলের সভাপতি অাফরোজা অাব্বাস ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।