ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্য করে তারা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
ঐক্য করে তারা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে বক্তব্য রাখছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অবশেষে ভালো মানুষের মুখোশ ফেলে দিয়ে ড. কামাল হোসেন-বি চৌধুরীরা বিএনপির ঘরে ঢুকে জামায়াত-রাজাকারদের সঙ্গে সংসার করছেন। বিএনপি-জামায়াতের সঙ্গে তথাকথিত ঐক্যর মাধ্যমে তারা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে। 

রোববার (০৭ অক্টোবর) বিকেলে ভেড়ামারা উপজেলার গোলাপনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ সব অপরাধীর মুক্তির জন্য তারা দর কষাকষি করছেন।

কিন্তু কোনো অবস্থাতেই আমরা সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দর কষাকষির সালিশে বসবো না আলোচনাতেও বসবো না।  

ইনু বলেন, কামাল হোসেন, বিএনপি ও জামায়াতরা জোট বাধার নামে ঘোট পাকাচ্ছে এবং অবাস্তব নির্দলীয় সরকারের প্রস্তাব দিচ্ছে। মনে হচ্ছে আকাশে চক্রান্তের কালো মেঘ দেখা যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।