ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নমিনেশন কে পাবে, তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
‘নমিনেশন কে পাবে, তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী’  মঞ্চে আওয়ামী লীগের নেতারা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচন খুব কঠিন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এ নির্বাচনে কে নমিনেশন পাবে এটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। 

সোমবার (০৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।  

শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ  স্মরণ সভার আয়োজন করা হয়।

 

সভার প্রধান অতিথি তোফায়েল আহমেদ আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিনের স্মৃতিচারণ করেন।  

১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এই আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়।  

সভায় সভাপতিত্ব করেন ময়েজউদ্দিনের কন্যা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান, কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।  

এদিকে অনুষ্ঠানের আগে মেহের আফরোজ চুমকি ও জেলা পরিষদ চেয়ারম্যান আখতার উজ্জামান সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
আরএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।