ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাম ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
বাম ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোট আত্নপ্রকাশ করেছে/ছবি- শাকিল

ঢাকা: সমাজের আমূল পরিবর্তনে ও বর্তমান ‘রাজনৈতিক সঙ্কট’ থেকে উত্তোলনের লক্ষ্যে ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোট আত্নপ্রকাশ করেছে।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন-এ চারটি দলের একাংশের নেতারা নতুন এ জোটটি গঠনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ নেতা ও সংগঠনের সদস্য শওকত হোসেন আহমেদ, সমাজতান্ত্রিক দলের নেতা ও সদস্য সরওয়ার মোর্শদ এবং বাসদ নেতা ও সংগঠনের সদস্য মঈন উদ্দিন চৌধুরি লিটন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজন জোটের সমন্বয়ক থাকবেন। এছাড়াও দু’জন স্থায়ী সদস্য ও একজন বিকল্প সদস্যের সমন্বয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত হবে।

সংগঠনের মূল দাবি- আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপ্লবী তত্ত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা। এই বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আগামী ১৯ অক্টোবর রূপরেখা তুলে ধরা হবে।

এক প্রশ্নের জবাবে সংগঠনের সমন্বয়ক বলেন, তারা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন কোনো জোটের সঙ্গে মিলবে না।

বাংলাদেশ  সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।