ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলা

রায়ের পর পিন্টুর এলাকায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রায়ের পর পিন্টুর এলাকায় আনন্দ মিছিল গ্রেনেড হামলা মামলার রায়ের পর পিন্টুর এলাকায় আনন্দ মিছিল। ছবি-বাংলানিউজ

টাঙ্গাইল: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার দুই ভাই মাওলানা তাজউদ্দিন এবং রাতুল বাবুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায়ে টাঙ্গাইলের গোপালপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গোপালপুর উপজেলার নলিন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নলিন বাজারে আয়োজিত সমাবশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম প্রমুখ।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১১ আসামিকে।

বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।