ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায়ের প্রতিবাদে সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রায়ের প্রতিবাদে সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল রায়ের প্রতিবাদে সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল-ছবি- আবু বকর

সিলেট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বুধবার (১০ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে তারা।

বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল চৌধুরী সাদেক, মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি শাহাব উদ্দিন, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিবুর আহমদ চৌধুরী শিলু ও আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা দেলোয়ার হোসেন জয়,হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা কয়েস আহমদ ও আজাদুর রহমান আজাদ প্রমুখ।

একই সময়ে নগরীর আম্বরখানায় স্বেচ্ছাসেবক দল ও ধোপাদিঘীর পাড় এলাকায় ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। তবে নগরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ৩টায় ঐতিহাসিক সিলেট রেজিস্টারি মাঠে এই কর্মসূচি পালন করবে বিএনপি।

বিক্ষোভ কর্মসূচি সফলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতারা।

নেতারা বলেন, ফরমায়েশী রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের সাজা দেওয়া হয়েছে। সিলেটের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকারের ফরমায়েশী রায়ের জবাব দেওয়া হবে।

বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য ১১ আসামিকে।

বুধবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।