ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার চিকিৎসা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
খালেদার চিকিৎসা শুরু বিএনপি চেয়ার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য পরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় বলে সাংবাদিকদের জানান নাজমুল করিম। বিকেল ৫টা ১৩ মিনিটে হাসপাতালের সি ব্লকে সাংবাদিকদের ব্রিফ করার সময় তার সঙ্গে ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

ডা. নাজমুল করিম বলেন, (খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের) ডাক্তাররা তাকে দেখেছেন, স্বাস্থ্য পরীক্ষা করেছেন। দুপুর থেকে চিকিৎসা শুরু হয়েছে। কী চিকিৎসা দেওয়া হয়েছে, সেটা রোগীর একান্ত ব্যক্তিগত বিষয়।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে এনে গত ৬ অক্টোবর বিকেলে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তার আগে আদালতের নির্দেশনা মোতাবেক খালেদার চিকিৎসার জন্য গঠিত হয় মেডিকেল বোর্ড। হাসপাতালে কেবিন ব্লকের ৬১১ নম্বর কেবিনে রয়েছেন খালেদা।

এরপর একাধিক দফায় খালেদার চিকিৎসার কাগজপত্র দেখেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তারপর মঙ্গলবার (৯ অক্টোবর) বিএসএমএমইউ হাসপাতাল পরিচালকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পরিচালক ব্রি. জে. হারুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বুধবার বিকেল ৪টা থেকে তার মূল পরীক্ষা-নিরীক্ষা শুরু করবেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।