ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০০১-০৬ বিএনপির আমলে ৬১ আদালতে বোমা হামলা হয়েছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
২০০১-০৬ বিএনপির আমলে ৬১ আদালতে বোমা হামলা হয়েছিল বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে ৬১টি আদালতে বোমা হামলা হয়েছিল। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে তাই এসব মামলার বিচার করছে। 

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ২১ আগস্টে হামলার গ্রেনেড ছিল পাকিস্তান থেকে আনা।

সেই গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।  

এসময় নিজের জন্য ভোট চেয়ে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে আসবো। আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম নোয়াব মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিউনা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে মন্ত্রী ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ধরখার-গঙ্গাসাগর-আখাউড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।