ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাথরঘাটায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
পাথরঘাটায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা): দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাথরঘাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফায়জুর রহমান ফিরোজকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে পাথরঘাটা উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ফিরোজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  

যুবলীগের সাধারণ সম্পাদক ও পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ফিরোজ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।

এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আমরা তাকে ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছি।  

এ ব্যাপারে ফায়জুর রহমান ফিরোজ বলেন, আমি কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। পরিবার-পরিকল্পনা সহকারী নিয়োগে অনিয়মের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান রিপনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জের ধরেই আমাকে বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।