ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড. কামালকে বিএনপি-জামায়াতের ‘লেজ’ বললেন ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ড. কামালকে বিএনপি-জামায়াতের ‘লেজ’ বললেন ইনু বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাব-ভঙ্গি দেখার পরে দেখা গেল ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ। 

বুধবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ইনু বলেন, এই মুহূর্তে যে ঐক্য হয়েছে সেটা ঐক্য নয় বিএনপিকে ক্ষমতায় বসানো।

আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেওয়া।  

২১শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে ইনু বলেন, ১৪ বছর আগে গ্রেনেড হামলার মামলা হয়েছে। উন্মুক্ত আদালতে শতাধিক লোক সাক্ষী ছিলেন, চুলচেরা বিশ্লেষণ করে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন এটা রাজনৈতিক মামলা এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।