ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একজন জনসভা করছেন, আরেকজনকে সাজা দেওয়া হচ্ছে: ফখরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
একজন জনসভা করছেন, আরেকজনকে সাজা দেওয়া হচ্ছে: ফখরুল

ঢাকা: একদিকে ‘তথাকথিত’ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে জনসভা করে বেড়াচ্ছেন, অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করে তাকে সাজা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, ‘গোটা দেশে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনীতিকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। সেজন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা তারা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে এদেশের মানুষ তা কখনোই মেনে নেয়নি, এবারও মেনে নেবে না’।

বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে ‘তথাকথিত’ প্রধানমন্ত্রী যিনি জনগণের মাধ্যমে নির্বাচিত হননি তিনি হেলিকপ্টারের করে জনসভা করে বেড়াচ্ছেন, নৌকার জন্য ভোট চাইছেন; অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, তাকে সাজা দেওয়া হচ্ছে। হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে। এ অবস্থায় কখনোই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে না’।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্দি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও।

দুপুরে পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।