ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে: মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডেকেছেন যখন আবারও যাবো, ওই দরজা বন্ধ করতে পারবেন না। আবার সংলাপে বসতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে। সমাধানের আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না। 

শনিবার (০৩ নভেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।  

মান্না বলেন, তফসিল ঘোষণা করলেই সব শেষ হয়ে যাবে না।

মনে রাখবেন, তফসিল ঘোষণার পরও পরিবর্তনের ইতিহাস এদেশে আছে। আমরা দাবি আদায়ে লড়াই করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। সংলাপও চলতে হবে।

‘পাঁচবছর ধরে একটি ‘৪২০ নির্বাচন’ দিয়ে ক্ষমতায় রয়েছে সরকার। এবারও তারা তেমনই নির্বাচন করতে চায়। মানুষ বিক্ষুব্ধ। মানুষ এ অরাজকতা চায় না। সব নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ’ 

সংলাপ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট বলেন, ড. কামাল হোসেন চিঠি দেন সংলাপ চেয়ে। একদিন আগেও সরকারের সব মন্ত্রী বলেছেন, সংলাপ আবার কী? সেই মন্ত্রীরাই একটি চিঠির ডাকে সাড়া দিয়েছেন। সেই সংলাপে আমরা অংশ নিয়েছি। সংলাপের মূল বিষয় ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এটা মানতে হবে।  

তিনি বলেন, এখন সরকারের মেয়াদ শেষ। তাই এ সরকার থাকবে না। ড. কামাল হোসেন সংবিধানের ভেতরে থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়েছেন। যারা সংলাপে বসেছিলেন তারা ড. কামালের বক্তব্যের মানেই বুঝেননি। তারা সমাধান করতে চান না।  

‘তারা ক্ষমতায় থাকতে চান। সংলাপ তারা চান না। মানুষ যখন জেগে ওঠেছে জাগ্রত মানুষকে থামিয়ে দেওয়ার জন্য ঠাণ্ডা পানি ঢেলে দিচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো। সংলাপ হোক না হোক। আন্দোলন হবে,’ যোগ করেন মান্না।  

আলোচনা সভায় প্রধান অতিথি ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।