শনিবার (০৩ নভেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মান্না বলেন, তফসিল ঘোষণা করলেই সব শেষ হয়ে যাবে না।
‘পাঁচবছর ধরে একটি ‘৪২০ নির্বাচন’ দিয়ে ক্ষমতায় রয়েছে সরকার। এবারও তারা তেমনই নির্বাচন করতে চায়। মানুষ বিক্ষুব্ধ। মানুষ এ অরাজকতা চায় না। সব নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ’
সংলাপ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট বলেন, ড. কামাল হোসেন চিঠি দেন সংলাপ চেয়ে। একদিন আগেও সরকারের সব মন্ত্রী বলেছেন, সংলাপ আবার কী? সেই মন্ত্রীরাই একটি চিঠির ডাকে সাড়া দিয়েছেন। সেই সংলাপে আমরা অংশ নিয়েছি। সংলাপের মূল বিষয় ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এটা মানতে হবে।
তিনি বলেন, এখন সরকারের মেয়াদ শেষ। তাই এ সরকার থাকবে না। ড. কামাল হোসেন সংবিধানের ভেতরে থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়েছেন। যারা সংলাপে বসেছিলেন তারা ড. কামালের বক্তব্যের মানেই বুঝেননি। তারা সমাধান করতে চান না।
‘তারা ক্ষমতায় থাকতে চান। সংলাপ তারা চান না। মানুষ যখন জেগে ওঠেছে জাগ্রত মানুষকে থামিয়ে দেওয়ার জন্য ঠাণ্ডা পানি ঢেলে দিচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো। সংলাপ হোক না হোক। আন্দোলন হবে,’ যোগ করেন মান্না।
আলোচনা সভায় প্রধান অতিথি ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এমএ