ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভিপি জয়নালের বিরুদ্ধে বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ভিপি জয়নালের বিরুদ্ধে বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ ভিপি জয়নালের বিরুদ্ধে বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ফেনী: সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ওরফে ভিপি জয়নালের বিরুদ্ধে বোনের ১৩৩.২৫ শতাংশ সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন তার ভাগিনা জহির উদ্দিন মজুমদার।

শনিবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে ফেনীর ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে জহির উদ্দিন মজুমদার জানান, ১৯৯৫ সালে তার মা বিবি কুলছুম অর্থাৎ ভিপি জয়নালের বোনকে অন্যত্র জায়গা দেবে বলে ফুসলিয়ে সদর উপজেলার ফলেশ্বর এলাকার ১৩৩.২৫ শতাংশ সম্পত্তি না-দাবি দলিল করে রেজিস্ট্রি করে নেন।

পরে অন্যত্র জায়গা দেননি এবং এখন অবধি সম্পত্তিও ফেরত দেননি।  

এসব জায়গার কথা ভিপি জয়নালের কাছে বলতে গেলে তার ছেলে রাশেদ ইকবাল হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জহির উদ্দিন মজুমদার।  

এছাড়া ফেনী সদর হাসপাতালের সামনে ভাগিনা জহিরের মালিকানাধীন ‘অবকাশ’ নামে একটি খাবার হোটেল ভিপি জয়নালের ইন্ধনে ও নির্দেশে বারাহিপুরের তার চাচাতো বোনের ছেলে দিদার (৪১), জাফর (৪৩) কৌশলে গত ১ এপ্রিল মাসিক ৬৫ হাজার টাকায় ভাড়া নেন। ভাড়ার সময় শর্ত ছিলো ৫০ ভাগ লভ্যাংশ মালিকপক্ষকে দেবেন করবে। হোটেলটি ভাড়া নেয়ার পর থেকে এখন অবধি কোনো ভাড়া ও লভ্যাংশ তারা দেননি। উল্টো টাকা চাইতে গেলে গালাগাল ও ক্ষতি সাধনের হুমকি দিয়েছেন তারা ।  

গত ১ অক্টোবর জহির উদ্দিন মজুমদার ও তার ভাই মো. ইসমাইল মামা ভিপি জয়নালের কাছে পাওনা জায়গা ও হোটেলের লভ্যাংশের জন্য গেলে তিনি গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে জানান জহির উদ্দিন মজুমদার।  

এ ব্যাপারে মো. ইসমাইল বাদী হয়ে ৩ নভেম্বর ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (নং- ১২৫) দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী-২ আসনের সাবেক সাংসদ ভিপি জয়নাল বলেন, তারা সরকারি দলের সাথে মিশেছে, আমাকে বেইজ্জতি করার জন্য সরকারি দলের সাথে আঁতাত করে তারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এসব অভিযোগ ডাহা মিথ্যা, ভিত্তিহীন, উদেশ্যপ্রণোদিত ও অমূলক।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।