রোববার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম।
‘প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনও বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে। ’
মান্না আরও বলেন, আপনি অনেক শাসনের নামে শোষন করেছেন। এখন আপনার যাওয়ার সময় হয়েছে। তফসিল ঘোষণা না করে সংবিধান সংশোধন করুন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনি এখন বিদায় হন। আপনার যাওয়ার সময় হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএআর/এএ