ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তালগাছ চাই না, গ্রহণযোগ্য নির্বাচন চাই: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
তালগাছ চাই না, গ্রহণযোগ্য নির্বাচন চাই: মান্না প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে মাহমুদুর রহমান মান্নাসহ অন্যরা/ছবি: শাকিল

ঢাকা: বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আর আমরা বসে থাকবো? আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি। 

রোববার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম।

কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি। আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে?

‘প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনও বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে। ’

মান্না আরও বলেন, আপনি অনেক শাসনের নামে শোষন করেছেন। এখন আপনার যাওয়ার সময় হয়েছে। তফসিল ঘোষণা না করে সংবিধান সংশোধন করুন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনি এখন বিদায় হন। আপনার যাওয়ার সময় হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।