ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৈঠকে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বৈঠকে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের ছবি

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা বৈঠকে বসেছেন। রোববার (০৪ নভেম্বর) আরামবাগে গণফোরাম কার্যালয়ে বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, বরকত উল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, মমিনুল ইসলাম, আব্দুল মালেক রতন, শহিদুদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ও ম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী ও মহাসচিব শাহ্ আহমেদ বাদল।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক ও গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে বিকেল ৫টার পর মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর চেম্বারে বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির আসম আব্দুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও সুলতান মোহাম্মদ মনসুর।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।