ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাইকমিশনে ভাঙচুর: লন্ডন স্বেচ্ছাসেবক দল সভাপতিকে সাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
হাইকমিশনে ভাঙচুর: লন্ডন স্বেচ্ছাসেবক দল সভাপতিকে সাজা লন্ডনের বাংলাদেশ হাইকমিশন/ফাইল ফটো

ঢাকা: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও সেখানে জাতির পিতার প্রতিকৃতি ভাঙচুর এবং জিনিসপত্র চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে সাজা দিয়েছে লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট।

গত ৩১ অক্টোবর ২০১৮ লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ শাহিনকে ১০২০ পাউন্ড জরিমানা করে এ রায় দেন। আদালত শাহিনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন।

এছাড়া যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের বিরুদ্ধে লন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৮ নভেম্বর আরেকটি বিচারের দিন ধার্য আছে।

এর আগে গত ১৬ অক্টোবর ২০১৮ একই আদালতে তিনজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসেবে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মি. সুদীপ্ত আলমের উপস্থিতিতে এ মামলার বিচারকার্য শুরু হয়।

একই সঙ্গে আদালত অভিমত ব্যক্ত করেন, জাতির পিতার প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।