ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে তরিকুলের দাফন সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
যশোরে তরিকুলের দাফন সোমবার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর সকাল সোয়া ১১টায় দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে বলে জানিয়েছে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ। পরে তার মরদেহ যশোরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দাফন করা হবে।  

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, তরিকুল ইসলামের মরদেহ বর্তমানে তার রাজধানীর শান্তিনগরের বাসায় রাখা হয়েছে। পরে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সোমবার ঢাকায় দুই দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা যশোরে। সেখানে যশোর ঈদগাহ মাঠে বাদ আছর জানাজা শেষে যশোরের কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান শায়রুল কবির।

বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তরিকুল ইসলাম।

** বিএনপি নেতা তরিকুল আর নেই 

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।