এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, তরিকুল ইসলামের মরদেহ বর্তমানে তার রাজধানীর শান্তিনগরের বাসায় রাখা হয়েছে। পরে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
সোমবার ঢাকায় দুই দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা যশোরে। সেখানে যশোর ঈদগাহ মাঠে বাদ আছর জানাজা শেষে যশোরের কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান শায়রুল কবির।
বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তরিকুল ইসলাম।
** বিএনপি নেতা তরিকুল আর নেই
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএইচ/আরআইএস/