ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দীতে মঙ্গলবার জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সোহরাওয়ার্দীতে মঙ্গলবার জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৬ নভেম্বর) জনসভা করার অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট। 

সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামন মিয়া ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলকে অনুমতির বিষয়ে জানান।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কাছে যান।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

পরে আব্দুস সালাম আজাদ বাংলানিউজকে বলেন, ডিএমপি কমিশনার আমাদের জনসভার অনুমতি দিয়েছেন। আমাদের প্রতিনিধি দল এখন জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।