ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঞ্চের পেছনের আড্ডাতেও জনসভা-সংলাপের পর্যালোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মঞ্চের পেছনের আড্ডাতেও জনসভা-সংলাপের পর্যালোচনা জনসভাস্থলের পেছনে আড্ডা/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: মঞ্চের মাইক থেকে ভেসে আসছে নেতাদের বক্তব্য। আর সামনে নেতাকর্মীর অনবরত স্লোগান। এসব কিছুর মধ্যেও ঐক্যফ্রন্টের জনসভা মঞ্চের পেছনে টুকরো আড্ডায় মেতে উঠেছেন আগত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষজন।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে দেখা গেছে, জনসভা মূল মঞ্চের সামনে যেমন উৎফুল্ল জনতা বক্তাদের কথা শুনছিলেন, তেমনি মঞ্চের পেছনেও রয়েছে জনতার ভিড়। জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা এসময় মঞ্চের পেছনের আড্ডায় তুলে আনেন জনসভা, সংলাপ ও সমকালীন রাজনীতি সংশ্লিষ্ট পর্যালোচনা।

জনসভা থেকে আজ কি ধরনের কর্মসূচি দেওয়া হবে, ২য় দফার সংলাপ কতটা কার্যকর হবে, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক আলোচনাও উঠে আসছে এসব আড্ডা থেকে।

জনসভা মঞ্চের পেছনে বসে আড্ডা দিচ্ছিলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কর্মীরা। তাদের পাশেই ঘাসের উপর পত্রিকা বিছিয়ে বসে জামালপুর ও মুন্সিগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। সাত দফা দাবি নিয়ে কথা বলছিলেন তারা। তাদের প্রত্যাশা ক্ষমতাসীন ও বিরোধীদলের সুষ্ঠু সমন্বয়েই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

জনসভার বক্তাদের বক্তব্য নিয়ে কথা বলছিলেন টাঙ্গাইল থেকে আসা পৌর স্বেচ্ছাসেবক দলের এ কর্মী। কথা হলে হাবিবুর রহমান নামে এ কর্মী বলেন, জনসভা মঞ্চের সামনে জায়গা কম হওয়ায় আমরা পেছনে বসে আছি। এখান থেকে সবাই যেমন বক্তাদের বক্তব্য শুনছি, তেমনি সেগুলো নিয়ে আলোচনাও হচ্ছে।

সিরাজগঞ্জ বিএনপি দলের কর্মী মাহমুদ হাসান বলেন, সমাবেশে যেমন কর্মসূচির জন্য আমরা আসি, তেমনি এখানে এলে উৎসবের মতো অন্য অনেকের সঙ্গেও দেখা ও পরিচয় হয়। তাদের সঙ্গে বসে কথা বলি, বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আমাদের সবার  আড্ডায় অনেক তর্ক-বিতর্ক হয়। কিন্তু তর্কে কেউ হারে না। অন্তত প্রকাশ্যে কেউ হার স্বীকার করে না। আর সেটাই সবথেকে মজার বিষয়।

জনসভার শুরু থেকেই মঞ্চের পেছনে অংশ নেওয়া জনগণ দল বেধে বসে নিজেদের মধ্যে করেন বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা। সঙ্গে ঝালমুড়ি, চা-কফি ও বাদামসহ বিভিন্ন মুখরোচক খাবারে জমিয়ে তোলেন আড্ডা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।