ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্বৃত্তের আগুনে পুড়লো আ’লীগ কার্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
দুর্বৃত্তের আগুনে পুড়লো আ’লীগ কার্যালয় পুড়ে যাওয়া আওয়ামী লীগ কার্যালয়। ছবি: বাংলানিউজ

পি‌রোজপুর: পিরোজপুর পৌরসভার আলামকাঠী ওয়ার্ডের বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (০৭ ন‌ভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে লোকজন  বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুন দেখে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। আগুনে আওয়ামী লীগ কার্যালয় ও কার্যালয়ের পাশে থাকা পারভেজ স্টোর নামে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
 
পিরোজপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন। লোকজন আগুন দেখে ছুটে গেলে সেসময় ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে।  

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন, আগুনের সূত্রপাত জানা যায়নি।  

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।  

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি এ ধরনের নাশকতার রাজনীতি করেন না।  

বাংলা‌দেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ন‌ভেম্বর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।