বুধবার (৭ নভেম্বর) দুপুরে ইসি সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
জাপা মহাসচিব বলেন, নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখতে হবে, তবে বিচারিক ক্ষমতা দেওয়া যাবে না, সেই দাবি রেখেছি।
এর আগে বেলা ১১টায় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সংলাপে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙা, শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি।
বাংলদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএম/এএ