বুধবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আজমের সভাপতিত্বে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে খেলাফত মজলিসের নেতাকর্মীরা গুরুত্ব আরোপ করেন জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির প্রতি ও একই সঙ্গে নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য গুরুত্ব আরোপ করেন।
মানববন্ধনে কর্মীরা বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই নির্বাচনে অবশ্যয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম-মহাসচিব শফিক উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আহমদ আলী কাসেমী, দফতর সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এইচএমএস/আরআইএস/