ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিরিরবন্দরে শিবির কর্মী গ্রেফতার, হামলায় ৪ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
চিরিরবন্দরে শিবির কর্মী গ্রেফতার, হামলায় ৪ পুলিশ আহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে আল আমিন (২৮) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার স্বজন ও সহযোগীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বুধবার (৮ নভেম্বর) দিনগত রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত পুলিশ সদস্যরা হলেন চিরিরবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদ ও আনোয়ার হোসেন এবং কনস্টেবল আনিস আহমেদ ও মাহমুদুর রহমান।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত আল আমিন উপজেলার নশরতপুর ইউনিয়নের পাইপপাড়ার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জামায়াতের রোকন মকবুল হোসেনের ছেলে।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, আল আমিন নাশকতা মামলার আসামি। রাতে আল আমিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তাকে থানায় আনার সময় তার সহযোগী ও পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।  

এ ঘটনায় গ্রেফতারকৃত আল আমিন ও হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও ওসি জানান।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।