বৃহস্পতিবার (০৮ নভেম্বর) মেহেন্দীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল বাতেন বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলায় ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩ নভেম্বর মেহেন্দীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় বাদী এবং বাদীর সহকর্মী মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করে প্রকাশ্যে এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘মুক্তিযোদ্ধারা চোর, চরিত্রহীন, মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানেই ধরে গামছা দিয়ে বেঁধে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন, তারপর যা হয় তা আমি দেখবো। ’
এজহার অনুযায়ী, এমপির বক্তব্যে উপস্থিত মুক্তিযোদ্ধারা অপমানিত ও হেনস্থার শিকার হয়েছেন। স্বাধীন বাংলাদেশে এমপির এমন বক্তব্য মানহানিকর বটে। এমপির বক্তব্যে সকল মুক্তিযোদ্ধারা সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
তাই এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন। তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ নাথ।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমএস/এমএ