শুক্রবার (০৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনদলের (বিজেডি) আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এখন আর সরকারের নয়, রাষ্ট্রপতির অধীনে, সুতরাং আশা করছি কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাহসী পদক্ষেপ নেবে।
নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বি. চৌধুরী।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, সংবিধানের বাইরে গেলে কমিশন ও রাষ্ট্রপতি ইতিহাসে দায়ী হয়ে থাকবেন। পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন হয়, তাই এ নিয়ে তাড়াহুড়ার দরকার নেই। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করুন, আশা করি আমাদের এ আহ্বানের কথা স্মরণ থাকবে।
বিজেডি উপদেষ্টা এ আর চৌধুরীর স্মরণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- বিজেডির নির্বাহী চেয়ারম্যান আতিকুল ইসলাম, মহাসচিব সেলিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) রফিক আহাম্মেদ, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৮ নভেম্বর ০৯, ২০১৮
এমএইচ/ওএইচ/