ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শনিবার শহীদ নূর হোসেন দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
শনিবার শহীদ নূর হোসেন দিবস

ঢাকা: ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস শনিবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন তিনি।

বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ এই স্লোগান ধারণ করে তৎকালীন শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির আন্দোলন করতে গিয়ে শহীদ হন নূর হোসেন।

শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়।


শহীদ নূর হোসেনের মহান আত্মত্যাগের এই ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল।

তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১০ নভেম্বর পালন করা হয় শহীদ নূর হোসেন দিবস।

রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।