ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচনে আসছে, কোনো সন্দেহ নেই: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বিএনপি নির্বাচনে আসছে, কোনো সন্দেহ নেই: কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের/ ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করলেও বিএনপিতে কোনো উৎসব না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, বিরোধী শিবিরে উৎসব কেন নেই তা জানি না।

তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।

ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র 

রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ঐক্যফ্রন্টের নেতারা গতকাল (শনিবার-০৯ নভেম্বর) রাজশাহীতে যে বক্তব্য দিয়েছেন তা তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন এবং আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিনদিনের মধ্যে জানানোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।